জবর দখলকৃত কাশ্মিরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় মালাউন পুলিশ শহিদদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করছে না। মালাউন কর্তৃপক্ষ নিহতদের লাশ অনেক দূরে বিরান ভূমিতে গণকবর দিচ্ছে। এসব কবরের কোনো চিহ্ন রাখা হচ্ছে না।
স্থানীয় লোকজন যাতে জানাজা বা দাফন-কাফনে অংশ নিতে না পারে, সেজন্য পুরো বিষয়টি করা হচ্ছে গোপনে। অথচ জানাজা ও দাফন-কাফনে অংশগ্রহণ করাকে স্থানীয় লোকজন একটি সম্মানের ব্যাপার মনে করে।
গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মিরের সোফিয়ান জেলায় ভারতীয় মালাউন সন্ত্রাসীরা চারজন স্থানীয় তরুণকে অন্যায়ভাবে হত্যা করে। কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়, এই তরুণদের লাশ সরকারি ব্যবস্থাপনায় থাকা সমাহিত করা হয়েছে।
দাফন অনুষ্ঠানগুলোতে ক্রমবর্ধমান হারে ভারতবিরোধী, স্বাধীনতাপন্থী ও ইসলামপন্থী স্লোগান দেখা যেতে থাকায় মালাউন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ মনে করছে, শহিদ তরুণদের দাফন-কাফন ভারতবিরোধী ভাবাবেগ আরো বাড়িয়ে দেয়। এর ফলে ২০১৬ সালের মতো বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে।
এ কারণে ভারতীয় গোয়েন্দারা কর্তৃপক্ষকে পরামর্শ দিচ্ছে শহিদদের লাশগুলো যাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর না করা হয়।
Source কাশ্মির মিডিয়া সার্ভিস