নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এক যুবলীগ নেতার গোডাউনে অভিযান চালিয়ে ওই যুবলীগ নেতার গোডাউন থেকে ১২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
নয়া দিগন্তের সূত্রে জানা যায়, মদনপুর ইউনিয়ন চাল চোর যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়ার মদনপুর কেওঢালা হায়দার নিট কম্পোজিট গোডাউনে চাল মজুদ করে রাখা হচ্ছে- এমন খবর পাওয়া যায়। খবর পেয়ে গোডাউনে অভিযান চালানো হয়। এসময় চালগুলো জব্দ করে গোডাউনটি সিলগালা করে দেয়া হয়।