ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ, ১১ দিনে মৃত্যু বেড়ে দ্বিগুণ

0
1247
ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ, ১১ দিনে মৃত্যু বেড়ে দ্বিগুণ

ক্রমশই অবনতির দিকে যাচ্ছে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি। দেশটিতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ১১ দিনে দ্বিগুণ হয়েছে প্রাণহানি।

দ্য হিন্দুর রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৬২ হাজার ৬৬২ জনের।
মারা গেছেন ২ হাজার ৯০ জন। রিপোর্ট: বিডি প্রতিদিন

মে মাসের শুরুর দিকে পরিসংখ্যানগত দিক থেকে পরিস্থিতি কিছুটা ভালো থাকলেও, গত তিন-চার দিনে মৃতের হার ব্যাপকভাবে বেড়েছে। শনিবারের সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বিষয়টি স্বীকারও করে নিয়েছেন।

তবে ভারতের অবস্থা ইউরোপ-আমেরিকার দেশগুলোর মতো হবে না আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যই দেশকে তৈরি রেখেছি আমরা।’

ভারতে সর্বাধিক করোনা আক্রান্ত মহারাষ্ট্র রাজ্যে। এবার মহারাষ্ট্রের পাশাপাশি গুজরাটের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

বিশেষজ্ঞদের অনেকেই আশঙ্কা করছেন, গুজরাটের পরিস্থিতি আগামী দিনে মহারাষ্ট্রের চেয়েও খারাপ হতে পারে।

এদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে যায়। বর্তমানে আক্রান্ত ৪০ লাখ ২৩ হাজার। মৃত্যুর সংখ্যা ২ লাখ ৮০ হাজারের ঘর ছোঁয়ার অপেক্ষা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহিন্দু অশোক সাহার গোডাউনে ১০০ বস্তা পচা চাল
পরবর্তী নিবন্ধচেয়ারম্যান-সদস্যের দ্বন্দ্বে জমা হয়নি ত্রাণের তালিকা