লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে ত্রাণের সুবিধা ভোগীদের তালিকা তৈরী নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। ফলে ওই উপজেলার ১১ ইউনিয়নের ত্রাণ সুবিধাভোগীর তালিকা উপজেলা পর্যায়ে জমা হলেও এখন পর্যন্ত টংভাঙ্গা ইউনিয়নের তালিকা জমা হয়নি।
ওই ইউনিয়নের ১১ ইউপি সদস্য চেয়ারম্যান আতিয়ার রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে একটি অভিযোগও করেছেন। তাদের অভিযোগ, সদস্যদের সাথে সভা না করে রেজুলেশন ছাড়াই ত্রাণ উত্তোলন করে চেয়ারম্যান একাই ত্রাণ বিতরণ করছেন।
খবর: বিডি জার্নাল
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেন, ওই ইউনিয়নে ওয়ার্ড কমিটির সাথে ইউনিয়ন কমিটির দ্বন্দ্ব দেখা দেয়ায় তালিকা তৈরী সম্ভব হয়নি। কয়েকজন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগও করেছেন। সম্ভবত তারা ইউনিয়ন পরিষদে আলোচনা করে তালিকা তৈরী করে জমা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।