ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালেবান মুজাহিদিন গত ১৭ মে আফগানিস্তানের ফারাহ প্রদেশে মুরতাদ কাবুল প্রশাসনের একটি সামরিক ঘাঁটিতে সফল অভিযান পরিচালনা করেছেন।
তালেবান সমর্থিত সংবাদ মাধ্যমগুলো হতে জানা যায়, কাবুল প্রশাসনের প্রধান আশরাফ গনির আক্রমাণত্মক অভিযানের ঘোষণার পর হতে তালেবান মুজাহিদিন কাবুল বাহিনীর সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে একের পর এক তীব্র হামলা চালানো শুরু করেছে।
এরি ধারাবাকিতায় ফারাহ প্রদেশে অবস্থিত মুরতাদ বাহিনীর একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালান তালেবান মুজাহিদিন। এতে মুরতাদ কাবুল প্রশাসনের কমপক্ষে ৪০ সৈন্য হতাহত হয়েছে। আর মুজাহিদগণ বিজয় করে নিয়েছেন সামরিক ঘাঁটি ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকা।
ফেসবুক গণমাধ্যমে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে যে, তালেবানরা ঘোষণা দিয়েছে, ঈদুল ফিতরের পর তারা ভারতের সাথে যুদ্ধ শুরু করবে।
এ সংবাদ সত্য কিনা?
জানালে উপকৃত হতাম!
মুহতারাম ভাই! এই সংবাদটি সত্য নয়।