এ বছর ইয়েমেনে ১১৩,০০০ এরও বেশি কলেরা আক্রান্ত- বিশ্ব স্বাস্থ্যসংস্থা

0
1003
এ বছর ইয়েমেনে ১১৩,০০০ এরও বেশি  কলেরা আক্রান্ত- বিশ্ব স্বাস্থ্যসংস্থা

আনাদোলু নিউজ এজেন্সির বরাতে মিডলইস্ট মনিটরের ১৭ মে প্রতিবেদনে জানা যায়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এর মতে গত জানুয়ারী থেকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কলেরা রোগে প্রায় ১ লক্ষ ১৩০০০ হাজার মানুষে আক্রান্তের ঘটনা ঘটেছে।

পরীক্ষাগারে গবেষণার মাধ্যমে মোট ৫৬ জন ব্যাক্তির কলেরা আক্রান্ত ও ২৯ জন নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১৩৮টি সেবা কেন্দ্রে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি উল্লেখ করেছে যে কলেরার সবচেয়ে সুস্পষ্ট লক্ষণগুলির মধ্যে ডায়রিয়া এবং তৃষ্ণা।

ইয়েমেন ২০১৪ সাল থেকে সহিংসতা ও বিশৃঙ্খলা চলছে। ২০১৫ সালে যখন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট একটি বিধ্বংসী বর্বর বিমান অভিযান শুরু করে তখন এই সংকট আরও বেড়ে যায়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী,এর পর থেকে, বেসামরিক সহ হাজার হাজার ইয়েমেনী এই সংঘর্ষে নিহত হয়েছেন। কমপক্ষে ১৪ মিলিয়ন ইয়েমেনি খাদ্য সংকট ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | খোরাসান | মাহমুদ গজনবী রহ. প্রশিক্ষণ ক্যাম্প (পর্ব-৩)
পরবর্তী নিবন্ধদখলদার ইসরাইল বাহিনী পশ্চিম তীরে ২ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে