ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোর স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালগুলোয় বেডের চাহিদা বাড়ছে। পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থা পতনের মুখে দাঁড়িয়েছে। শহরের মেয়র ব্রুনো কোভাস এসব বিষয়ে কথা বলেছেন।
ব্রাজিলে করোনা আক্রান্ত রোগী লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। ব্রুনো কোভাস বলেন, সরকারি হাসপাতালের ৯০ শতাংশই এখন পরিপূর্ণ। সপ্তাহ দুয়েক পরে এগুলোতে আর জায়গা থাকবে না। সাও পাওলো ব্রাজিলের সর্বোচ্চসংখ্যক করোনা আক্রান্ত এলাকা। ইতোমধ্যে শহরটিতে করোনা আক্রান্ত হয়ে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। করোনা আক্রান্তের তালিকায় পঞ্চম অবস্থানে উঠে এসেছে দেশটি। এরইমধ্যে দেশটিতে করোনায় ১৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে করোনা পরীক্ষার হার কম। এ জন্য বাস্তবতার চেয়ে কম রোগী শনাক্ত হচ্ছে। যথাযথ পরীক্ষা হলে আরও অনেক বেশি করোনা রোগী শনাক্ত হতো।
সূত্র: আমাদের সময়