মহামারী করোনাভাইরাসের মারাত্মক প্রকোপে ভারতের রাজধানী দিল্লিতে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমতাবস্থায় হাসপাতালগুলো রোগীতে ভর্তি হয়ে গেছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি করাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। রোগী নিয়ে স্বজনরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরছেন। ফলে অসহায় হয়ে পড়েছেন মানুষ।
বিবিসি জানায়, স্থানীয় গণমাধ্যমে এমন অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, কোভিড-১৯ এর লক্ষণ নিয়ে আসা বহু মানুষ দিল্লির হাসপাতালগুলোতে ভর্তি না হতে পেরে ফিরে যাচ্ছেন। সংকটাপন্ন রোগীদের নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন স্বজনরা। একজন ভুক্তভোগী জানান, তার মাকে চারটি হাসপাতালে নিয়ে গিয়েও ভর্তি করাতে ব্যর্থ হয়েছেন।