১০ টাকার চালের কার্ড পেলো ইউপি সদস্যের ভাই ও স্ত্রী

0
964
১০ টাকার চালের কার্ড পেলো ইউপি সদস্যের ভাই ও স্ত্রী

যশোরের অভয়নগরে ইউপি সদস্য হিন্দু মৃত্যুঞ্জয় বিশ্বাসের বিরুদ্ধে ১০ টাকা কেজি দরের চালের কার্ড বিতরণে আত্মীয়করণ ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি সুন্দলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য। নিজের স্ত্রী, চাচাত ভাই, মৎস্য ঘের ব্যবসায়ীসহ সচ্ছল ব্যক্তিদের নামে তালিকা তৈরি করার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্ত ইউপি সদদ্যের বাড়ি একতলা পাকা দালান। তাঁর স্ত্রী অনিতা বিশ্বাসের নামে ১০৬৯ নং কার্ড রয়েছে। স্ত্রীর নামের চাল তিনি নিজেই উত্তোলন করেন। ইউপি সদস্যের চাচাত ভাই পল্লী চিকিৎসক ও মৎস্য ঘের মালিক তাপস বিশ্বাসের স্ত্রী চামেলি বিশ্বাসের নামে ১০৪২ নং কার্ড রয়েছে। রয়েছে ১৫০ বিঘা জমির মৎস্য ঘের মালিক প্রশান্ত মন্ডলের স্ত্রী মিত্রা মণ্ডলের নামে ১০০৭ নং কার্ড।

এলাকাবাসীর অভিযোগ, ইউপি সদস্য মৃত্যুঞ্জয় ১০ টাকা কেজি দরের চালের কার্ড নিজের আত্মীয়দের মাঝে বিতরণ করেছেন। দরিদ্র, ভূমিহীন পরিবার বাদ দিয়ে সচ্ছল ব্যক্তিদের মাঝে অর্থের বিনিময়ে কার্ড দিয়েছেন। অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

১০ টাকা চালের কার্ড সম্পর্কে ইউপি সদস্যের স্ত্রী অনিতা বিশ্বাস বলেন, আমার নামে কার্ড আছে তা আমি জানিনা। অভিযুক্ত ইউপি সদস্য মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, স্ত্রীর নামে দুইবার চাল উত্তোলন করেছিলেন। এখন আর উত্তোলন করেন না। এছাড়া যাদের নামে অভিযোগ আছে তাদের নাম বাদ দেয়া হয়েছে।

সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল বলেন, তালিকায় যেসব নামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তা কর্তন করে সংশোধন করা হচ্ছে। কালের কণ্ঠ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের দিল্লিতে হাসপাতাল সংকটে বিপাকে রোগীরা
পরবর্তী নিবন্ধঅবৈধ বালু কারবারী দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতা অধরা