কলম্বাসের ভাস্কর্যের ‘শিরশ্ছেদ’ করলো বিক্ষোভকারীরা

0
850
কলম্বাসের ভাস্কর্যের ‘শিরশ্ছেদ’ করলো বিক্ষোভকারীরা

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে আমেরিকার আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্যের শিরশ্ছেদ করেছে বিক্ষোভকারীরা। দেশটিতে শুরু হওয়া বর্ণবাদ বিরোধী বিক্ষোভের জেরে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।

জানা গেছে, বোস্টন শহরের আটলান্টিক এভিনিউয়ের ক্রিস্টোফার কলম্বাস পার্কের ওই মূর্তির মাথা গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিন সকালে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলকে ‘ক্রাইম সিন’ হিসেবে চিহ্নিত করে রাখে।

১৪৯২ সালের ১২ অক্টোবর আমেরিকা আবিষ্কার করেন ইতালীয় নাগরিক ক্রিস্টোফার কলম্বাস। স্পেনের তৎকালীন রানির অর্থানুকূল্যে এ ভূখণ্ডে অবতরণ করেন তিনি। তবে আমেরিকার আবিষ্কারক হিসেবে কলম্বাসের ভাবমূর্তি যুক্তরাষ্ট্রে ক্রমেই ম্রিয়মান হয়ে পড়ছে।

সমালোচকদের অনেকেই কলম্বাসকে আমেরিকায় ইউরোপীয় উপনিবেশবাদের হোতা এবং স্থানীয় আদিবাসীদের ওপর গণহত্যার অগ্রদূত হিসেবে আখ্যায়িত করে থাকেন। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বর্ণবাদ বিরোধী বিক্ষোভের সময়ে কলম্বাস বিরোধী মনোভাব জোরালো হয়েছে।

এর আগে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে তার একটি ভাস্কর্যে আগুন দেয় বিক্ষোভকারীরা। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ভাস্কর্যটি লেকের পানিতে ফেলে দেয় বিক্ষোভকারীরা। আমাদের সময়

বোস্টন শহরে আক্রান্ত হওয়া কলম্বাসের মূর্তিটি এর আগেও আক্রান্ত হয়েছে। ২০০৬ সালেও একবার মূর্তিটির মাথা ভেঙে ফেলা হয়। ২০১৫ সালের জুন মাসে মূর্তিটির গোড়ায় লিখে দেওয়া হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের দাবিকৃত ভূখণ্ড মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপালের সংসদে বিল পাশ
পরবর্তী নিবন্ধনীলফামারীতে হিন্দু অফিসার বিরুদ্ধে ৯৩ লাখ টাকার চাল ও বস্তা আত্মসাতের অভিযোগ