বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনা ভাইরাসে আক্রান্ত পজিটিভ শনাক্ত হয়েছেন। খবরটি বাণিজ্যমন্ত্রী নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল বুধবার সকাল ৯টায় করোনা টেস্টের জন্য নমুনা দিই। বিকালে নমুনা পরীক্ষার পজিটিভ আসে।’ করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে।
বাণিজ্যমন্ত্রী ১১ জুন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক এবং ১৫ জুন সোমবার সম্পূরক বাজেট পাসের দিন জাতীয় সংসদের অধিবেশনেও উপস্থিত ছিলেন। এ নিয়ে সরকারের মন্ত্রিপরিষদের চার সদস্য করোনা পজিটিভ হলেন। অন্যরা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং
ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এদের মধ্যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মারা গেছেন। আর টিপু মুনশিকে নিয়ে ১৩ জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আমাদের সময়