দিল্লিতে মুসলিম গণহত্যা: অভিযোগপত্র থেকে বাদ মূল হোতার নাম

0
793
দিল্লিতে মুসলিম গণহত্যা: অভিযোগপত্র থেকে বাদ মূল হোতার নাম

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে গত ফেব্রুয়ারিতে দিল্লিতে মুসলিমদের নির্বিচারে গণহত্যার অভিযোগপত্র থেকে বাদ পড়েছেন ওই গণহত্যার অন্যতম উসকানিদাতা বিজেপি সন্ত্রাসী কপিল মিশ্র।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এতে তাকে অভিযুক্ত হিসেবে রাখা হয়নি তবে বক্তব্যের কারণে তিনি সম্ভাব্য সহ-ষড়যন্ত্রকারী হতে পারেন বলে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ১২ ডিসেম্বর ভারতে কার্যকর হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনটিকে (সিএএ) বৈষম্যমূলক আখ্যা দিয়ে ভারতজুড়ে যখন তীব্র বিক্ষোভ চলছিল, ঠিক সেই সময় রাজধানীতে ওই আইনের সমর্থনে মিছিল বের করে বিজেপি। নেতৃত্বে ছিলেন কপিল মিশ্র।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কপিল দাবি করেন এটি ‘শান্তি মিছিল’। ওই মিছিলেই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিক্ষোভকারীদের ওপর গুলি চালাও। পার্লামেন্টে জিততে পারলে রাস্তায় জিততে পারব না?’এরপরেই দিল্লিতে শুরু হয় হিন্দুত্ববাদীদের তাণ্ডব। টানা কয়েক দিনের তাণ্ডবে বহু মুসলিম নাগরিককে নির্বিচারে গণহত্যা করা হয় ও এতে শত শত মানুষ আহত হয়।

ওই ঘটনায় কপিল মিশ্রকে অভিযুক্ত করা হয়নি। ২৩ ফেব্রুয়ারি তিনি সিএএ সমর্থনে মৌজপুরে বিক্ষোভের নেতৃত্ব দেন। সেখান থেকে দেওয়া উসকানির পরেই শুরু হয় দিল্লির মুসলিম গণহত্যা।

সূত্র- এনডিটিভি।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া | ইসলামি দণ্ডবিধি অনুযায়ী মুরতাদ ও চোরের শাস্তি প্রয়োগ
পরবর্তী নিবন্ধএবার ভারতকে পানি দেয়া বন্ধ করলো ভুটান, বিপাকে ২৬টি গ্রামের হাজারো কৃষক