ভারতের মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায় একদল হিন্দু দুষ্কৃতিকারী এক গৃহস্থ মুসলিম বাড়িতে হামলা চালিয়েছে।
সংবাদ মাধ্যম বেঙ্গল নিউজ সূত্রে জানা যায়, গতো রবিবার দুপুরে হিন্দুত্ববাদীরা সাদ্দাম হোসেন, সরজেমা বিবি, সোনাভান খাতুনকে তলোয়ার ও ভোজালি দিয়ে আক্রমণ করে।
সাদ্দামের পেটের নাড়িভুড়ি বের করে ফেলে। তাঁর মাথাতেও আঘাত করেছে। এক মুসলিম মহিলার স্তন তলোয়ার দিয়ে কেটে দেয়। এমনকি দুষ্কৃতিদের হাত থেকে রেহাই পায়নি সাদ্দামের গর্ভবতী স্ত্রী সোনা ভান বিবিও।
হামলার পর সকলকে গুরুতর আহত অবস্থায় ভালুকা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা খারাপ দেখে কর্তব্যরত ডাক্তাররা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
আহত শব্দটা নিরীহ
এক্ষেত্রে “অর্ধমৃত” শব্দ ব্যবহার করা যায়
ইয়া আল্লাহ মালদহেরই কোন কিশোর যুবককে প্রতিশোধের জন্য পাঠিয়ে দিন
Amin