সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা কোরবানির পশুর হাটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মঙ্গলবার বিকেলে ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান (৩৩) ও ক্যামেরা পারসন আশরাফুল ইসলাম (২৮) হামলার শিকার হয়েছেন। তাদের বেধড়ক মারধর এবং ক্যামেরা ও মাবাইল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক রিফাত রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে সাংবাদিক রিফাত রহমান জানান, কোরবানির পশুর ওপর প্রতিবেদন করতে এ দিন বিকেলে ওই পশুর হাটে যাই। ভিডিও ধারণ করার সময় অতর্কিত সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন নেতৃৃত্বে মো. খলিলুর রহমান, সেরাজুল, মিজান, ইসমাইলসহ ১৫/১৬ জন এসে আমাদের ঘিরে ধরে। এ সময় তারা ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে। এছাড়া আমাদের টেঁনে-হিঁচড়ে হাট কমিটি অফিসে নিয়ে আটকে রেখে বেধড়ক মারধর করে। এরপর প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন বলেন, এ ঘটনায় রিফাত রহমান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।