ভারতের আসামে মালাউন পুলিশের হেফাজতে বাংলাদেশী জেলের মৃত্যু

0
926
ভারতের আসামে মালাউন পুলিশের হেফাজতে বাংলাদেশী জেলের মৃত্যু

ভারতের আসামে গিয়ে লকডাউনের মধ্যে ফেরার পথে আটক হওয়া বাংলাদেশি জেলেদের একজন মারা গেছেন। লোকটির নাম বকুল মিয়া (৫৫)। কুড়িগ্রামের চিলমারি উপজেলার বাসিন্দা তিনি। দুই মাস আগে বকুলসহ ২৬ বাংলাদেশিকে আটক করে ধুবড়ি পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এই পুলিশ কর্মকর্তা জানান, বাকিদের বিরুদ্ধে মামলা ও আইনী প্রক্রিয়া চলমান থাকবে। আগামী ৬ জুলাই আদালতে শুনানি রয়েছে।

তবে বকুলের স্বজনদের অভিযোগ, তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।

বৈধ পাসপোর্ট ও ভ্রমণ ভিসা থাকলেও ভারতে লকডাউন চলার মধ্যে গত ২ মে ২৬ বাংলাদেশি দুটি মিনিবাসে করে আসামের জোরহাট জেলা থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা দেন। ভারতে জেলে ও খামারকর্মী হিসেবে কাজ করা এসব বাংলাদেশিকে লকডাউন ভঙ্গ করায় বাহালপুর এলাকা থেকে আটক করে আসামের ধুবড়ি পুলিশ। করোনা পরীক্ষার পর তাদের পাঠানো হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

এরপর গত ৫ মে তাদের বিরুদ্ধে জালিয়াতি এবং পাসপোর্ট আইন লঙ্ঘনের মিথ্যে মামলা করে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, পাসপোর্টধারী এসব বাংলাদেশি ভ্রমণ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে এবং রাজ্যের জোরহাট, গোলাঘাট ও শিবসাগর এলাকায় কাজ করার মাধ্যমে ভিসার শর্ত ভঙ্গ করেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | তীব্র লড়াইয়ের পর শহীদের কাফেলায় যুক্ত হলেন দুজন মুজাহিদ।
পরবর্তী নিবন্ধগাফিলতির ফলে পাকিস্তানে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ২০ জনের মৃত্যু