তেহরিকই তালিবান পাকিস্তান (টিটিপি) এর কেন্দ্রীয় উমারাগণ তাদের অফিসিয়াল উমর মিডিয়ার মাধ্যমে মুসলিম উম্মাহ ও মুজাহিদদের অভিনন্দন জানিয়ে একটি বিশেষ বিবৃতি প্রকাশ করেছেন।
বার্তাটিতে বলা হয়েছে, তেহরিকই তালিবান পাকিস্তান (টিটিপি) জিহাদী বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত এমন একটি সংগঠন, যা শরীয়তই মুহাম্মদ (সাঃ) এর স্বার্থে ত্যাগ স্বীকার করেছে এবং এই ত্যাগের ধারাবাহিকতা এখনও চলছে …।
গত ৬ জুলাই 2020 ঈসায়ী সোমবার, তেহরিকই তালিবান পাকিস্তান (টিটিপি) এর প্রাক্তন আমির শহিদ শাইখ হাকিমুল্লাহ মেহসুদ রহিমাহুল্লাহ্ এর সহযোগীরা কমান্ডার মুখলিস ইয়ার হাফিজুল্লাহ্ এর নেতৃত্বে পূণরায় টিটিপিতে যোগ দিয়েছেন। তাঁরা টিটিপির বর্তমান সাংগঠনিক আমির মুফতী আবু মানসুর আসীম হাফিজুল্লাহর প্রতি আনুগত্যের বায়াত দিয়েছেন… এবং তাঁরা তেহরিকই তালিবান পাকিস্তানের কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।
এসময় তেহরিকই তালিবান পাকিস্তানের মুজাহিদিনরা তাদের স্বাগত জানান এবং অন্যান্য সমস্ত জিহাদি দলগুলোকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে এই বার্তা দেন যে, ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ ছাড়া পাকিস্তানের জিহাদী ময়দানে সফলতা অসম্ভব।
আলহামদুলিল্লাহ।হে আল্লাহ , আপনি মুজাহিদদের শক্তিশালী করুন। আমিন