মসজিদুল আকসার পুনর্গঠন কমিটির পরিচালককে গ্রেপ্তার করেছে দখলদার ইসরাইল

0
604
মসজিদুল আকসার পুনর্গঠন কমিটির পরিচালককে গ্রেপ্তার করেছে দখলদার ইসরাইল

মুসলিমদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসের পুনর্গঠন কমিটির পরিচালক বাসাম আল হাল্লাককে গ্রেপ্তার করেছে সন্ত্রাসী ইসরাইল।

বুধবার (৮ জুলাই) বায়তুল মুকাদ্দাসের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করে ইসরাইলী সেনাবাহিনী। ওয়াফা নিউজ ও আকসা মসজিদের ফেসবুক পেজে এ খবর দেওয়া হয়েছে।

খবরে বলা হয়, পশ্চিমতীরে বসতি স্থাপনের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, আল-আকসা মসজিদ, মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত। এটি জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এটির সাথে একই প্রাঙ্গণে কুব্বাত আস সাখরা, কুব্বাত আস সিলসিলা ও কুব্বাত আন নবী নামক স্থাপনাগুলো অবস্থিত। স্থাপনাগুলোসহ পুরো স্থানটিকে হারাম আল শরিফ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল-আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া |সোমালিয়াস্থ কাতার দূতাবাসের নিকট শক্তিশালী বোমা হামলা, নিহত-আহত ১২ সেনা ও পুলিশ সদস্য।
পরবর্তী নিবন্ধইহুদিবাদী ইসরায়েলের কারাগারে বিনা চিকিৎসায় ফিলিস্তিনি বৃদ্ধের মৃত্যু