কমলনগরে নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল সকালে উপজেলার পাটারিরহাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে পাটারিরহাট বাঁচাও মঞ্চ নামের একটি সংগঠন। মানববন্ধন শেষে নদীভাঙন রোধে গড়িমসির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। এতে অংশ নেন মেঘনার ভাঙনকবলিত কয়েক হাজার মানুষ। স্থানীয় মানুষজনের দাবি, দীর্ঘ তিন যুগ ধরে নদীর ভাঙনে কমলনগরের বিস্তীর্ণ জনপদ বিলীন হয়েছে। তার পরও নদীভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি ক্ষমতাসীন সরকার। ফলে মানুষের বাড়িঘর, ভিটেমাটি, সরকারি-বেসরকারি বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে বিলীন হচ্ছে। আমাদের সময়
স্থানীয়ভাবে জানা যায়, কমলনগরে মেঘনাতীরের সীমান্তবর্তী এলাকা ১৭ কিলোমিটার। এর মধ্যে মাত্র এক কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। বাকি ১৬ কিলোমিটার এলাকা নদীতে বিলীন হচ্ছে ৩৬ বছর ধরে।