ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে সৌদি বিমান হামলায় সাত শিশু ও দুই নারী নিহত হয়েছে। রোববার জাতিসঙ্ঘের একটি সংস্থা একথা জানিয়েছে।
কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) বিষয়ক জাতিসঙ্ঘ দফতর জানায়, হাজাহ প্রদেশে সোমবারের বিমান হামলায় আরো দুই নারী ও দুই শিশু আহত হয়েছে।
রাজধানী সানার কাছের এ প্রদেশ হচ্ছে হাউছি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারপন্থী বাহিনীর মধ্যকার একটি যুদ্ধক্ষেত্র। জোটটি বিমান হামলা চালিয়ে সরকারপন্থী বাহিনীকে সহযোগিতা করছে।
ওসিএইচএ জানায়, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত খবরে বলা হয়, হাজাহ প্রদেশের ওয়াশহা জেলায় ১২ জুলাই চালানো এক বিমান হামলায় সাত শিশু ও দুই নারী নিহত হয়েছে।’
সোমবার হাজাহ প্রদেশে হাউছি বিরোধী অভিযান চলাকালে বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কার কথা স্বীকার করেছে জোট বাহিনী। তারা জানিয়েছে, এটি তদন্ত করে দেখা হচ্ছে। নয়া দিগন্ত