‘গোমূত্র খাই বলেই সুস্থ আছি, গোমূত্র খেয়েই আমরা সুস্থ থাকবো’ এই নতুন মনগড়া বক্তব্য নিয়ে হাজির হলেন ভারতের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এর আগে ‘গরুর দুধে সোনা’ মন্তব্য করে ব্যাপক ট্রলের শিকার হয়েছিলেন এই সাংসদ। এবার তার চেয়ে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন নিজেকে। তিনি বলেন, ”আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। গাধারা গরুর কথা বুঝবে না”
খবরে বলা হয়, প্রতিদিনই প্রাতঃভ্রমণে বের হয় বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবারও মর্নিংওয়াক সেরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন দিলীপবাবু। সকলকে পরামর্শ দেন গোলমরিচ, তুলসীপাতা, মধু দিয়ে ভাল করে নাড়া বানানোর।
এরপরই গোমূত্র প্রসঙ্গে বলেন, “আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। আমরা গরুর দুধ, গোমূত্র খাই তাই ভাল থাকি। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!”