খোরাসান | জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কাবুল-কান্দাহার হাইওয়েতে পাহারা দিচ্ছেন তালেবান

0
993
খোরাসান | জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কাবুল-কান্দাহার হাইওয়েতে পাহারা দিচ্ছেন তালেবান

মারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকার তাদের নিয়ন্ত্রিত শহরগুলোর জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরণের উদ্ধোগ নিয়ে কাজ করে যাচ্ছেন। এরি ধারাবাকিতায় তালেবান তাদের নিয়ন্ত্রিত হাইওয়েগুলোতে নজরদারী বৃদ্ধি করে দিয়েছেন। কাবুল-কান্দাহার হাইওয়েতেও খুব সতর্কতার সাথে পাহারাদারি করছেন তালেবান যোদ্ধারা।

হাইওয়েগুলোতে মুজাহিদগণ কিভাবে তাদের কার্যক্রম আঞ্জাম দিচ্ছেন এবং জনসাধারণ তালেবানদের এধরণের নিরাপত্তামূলক উদ্ধোগগুলোকে কিভাবে দেখছেন, এসকল বিষয়গুলো পরিদর্শনের পর তালেবানদের আল-ইমারাহ স্টুডিওর কর্মকর্তাগণ একটি ভিডিও সাক্ষাতকার গ্রহণ করেছেন।

স্বাক্ষাতকারে সাধারণ জনগণ ইমারতে ইসলামিয়ার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন, তালেবানদের এসকল উদ্ধোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। তারা তালেবান সরকারের প্রতি তাদের আস্থা এবং ভালোবাসার কথাও প্রকাশ করেছেন৷

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | তালেবান পরিচালিত সাতটি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যকার প্রতিযোগিতার দৃশ্য
পরবর্তী নিবন্ধসোমালিয়া | মুরতাদ বাহিনীর সামরিক ঘাঁটিতে মুজাহিদদের হামলা, নিহত ২, আহত আরো ২ এর অধিক