বকেয়া বেতন দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকায় বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে স্টাইল ক্রাফট লিমিটেড-এর শ্রমিকরা এ বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত জুন মাসের বকেয়া বেতন এখনো দেওয়া হয়নি তাদেরকে। তাই বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার পাশে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন তারা। এর সঙ্গে অন্য দাবির মধ্যে রয়েছে মাতৃত্বকালীন ছুটি ভাতা ও ওভারটাইম।
শ্রমিকরা আরো জানান, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের একপর্যায়ে তারা ঢাকা-জয়দেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। এসময় শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা বিক্ষোভ ও অবরোধ বন্ধ করেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিন্নাত আলী জিন্নাহ জানান, মাতৃত্বকালীন ছুটি ভাতা, ওভারটাইম ও জুন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি তুলে নেন। কালের কন্ঠ