খোরাসান | পবিত্র ইদুল আযহা উপলক্ষে ৩দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান সরকার

1
1246
খোরাসান | পবিত্র ইদুল আযহা উপলক্ষে ৩দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান সরকার

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকার পবিত্র ইদুল আযহা উপলক্ষে ৩দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। গত ২৮ জুলাই এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে তালেবান।

ঘোষণা পত্রে বলা হয়েছে, আমাদের স্বদেশবাসীরা যাতে আরও বেশি সুরক্ষা ও আনন্দের সাথে পবিত্র ইদুল আযহার দিনগুলো অতিবাহিত করতে পারেন, সে লক্ষ্যে ইমারতে ইসলামিয়া তাদের জানবাজ তালেবান মুজাহিদীনকে ইদুল আযহার তিনদিন শত্রু বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

তবে, শত্রু বাহিনী যদি আক্রমণ চালায় তবে অবশ্যই তালেবান মুজাহিদিনকে তার কঠিন প্রতিক্রিয়া জানাতে হবে।

তদুপরি, সমস্ত মুজাহিদিনকে অবহিত করা হচ্ছে যে, এই তিনদিন কাউকে যেন শত্রু নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া না হয়, এমনিভাবে শত্রু বাহিনীর কেউ যেন আমাদের নিয়ন্ত্রিত ভূখণ্ডে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সকল পক্ষ ইদের দিন তাদের নিজ নিজ ভূখণ্ডে সময় কাটাবেন এবং সাধারণ মানুষের জন্য একটি শান্তিপূর্ণ, মনোরম ও সুরক্ষিত পরিবেশ প্রস্তুত করবেন।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাঁচার তাগিদে খেলনা বিক্রি করছে ইদলিবের বাস্তুচ্যুত মুসলিম শিশুরা
পরবর্তী নিবন্ধশাম | তানযিম হুররাস আদ-দ্বীনের একজন মুজাহিদের পক্ষ থেকে মুজাহিদ ভাইদের প্রতি বার্তা