শাম তথা সিরিয়ায় মুরতাদ আসাদ সরকারের নিয়ন্ত্রিত এলাকায় গুপ্ত হামলা বা গেরিলা হামলা আগের বছরগুলোর তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এসকল হামলার প্রধান টার্গেটে পরিণত হচ্ছে মুরতাদ আসাদ সরকারের নিকটতম ব্যাক্তি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা।
“ওজিএন” এর এক রিপোর্টে বলা হয়েছে, গত ২৯ জুলাই বুধবার, দ্বীর’আ প্রদেশের “আল-গোলান” শহরে অজ্ঞাত বন্দুকধারী এক ব্যাক্তির হামলায় নিহত হয়েছে মুরতাদ আসাদ সরকারের “”সামরিক সুরক্ষা” বিভাগের প্রধান।
উল্লেখ্য যে, এনিয়ে চলিত সপ্তাহে মুরতাদ আসাদ সরকারের উচ্চপদস্থ ১৯ জন কর্মকর্তাকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। যার অধিকাংশ হামলাগুলোই হয়েছে রাজধানী দামেস্ক ও দ্বীর’আ প্রদেশে।
ইনসাআল্লাহ অচিরেই আল্লাহ কুফ্ফারদের মেরুডন্ড কে ভেঙ্গে দেবেন আর তারা তাদের পাওনা বুঝে পাবে।