ফিলিস্তিনের জেরুসালেমের বিভিন্ন বাড়িতে অনুপ্রবেশ করে ৯ জন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল।
গতো ২৬ আগস্ট পূর্ব জেরুসালেমে এ ঘটনা ঘটে। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে দখলদার বাহিনী জানিয়েছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর সাথে তৎপরতা চালানো সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনী সুরক্ষা পরিষেবা পরিচালনা করার অনুমতি দেয়নি ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনিরা বলছেন, ২০১৭ সালের শেষদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শহরটিকে ইসরাইলের রাজধানী হিসাবে ঘোষণা দেওয়ার পর থেকে সন্ত্রাসী কর্তৃপক্ষ জেরুসালেমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবরোধ ও হত্যাযজ্ঞ আরও বাড়িয়ে দিয়েছে। গতো কয়েক দশক ধরে চলমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই জেরুসালেম শহর।
সূত্র: মিডলইস্ট মনিটর