বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সন্ত্রাসী ছাত্রলীগের সভাপতি জিসানুল হককে ইয়াবাসহ ধরা হয়েছে। গতকাল রোববার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া জিসানুল হক জিসান (২৯) ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের পর পর দুই বার সভাপতি। তিনি দক্ষিণ ঘুমধুম এলাকার এনামুল হকের ছেলে। ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খালেদ সরোয়ার হারেছ তার মামা।
জানা গেছে, রাজনীতির ছত্রছায়ায় থেকে জিসান কয়েক বছর ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন। ১০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগের এই নেতাকে আটক করেছে বিজিবি। আমাদের সময়