রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৩৬ জনকে ধরা হয়রছে। আটক ডাকাতদলে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য, ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- পাংশা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কশবামাজাইল ইউপি চেয়ারম্যান প্রার্থী জজ আলী বিশ্বাস, তাঁর ছেলে মতিন বিশ্বাস ও বদিয়ার বিশ্বাস, কশবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর পিল্টু।
জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ ও পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গতকাল মঙ্গলবার গভীর রাতে পাংশার সুবর্ণকোলা গ্রামের একটি মেহগনি বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও পাংশা থানা পুলিশের সদস্যরা সেখানে যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় জজ আলী বিশ্বাস, তাঁর ছেলে মতিন বিশ্বাস ও বদিয়ার বিশ্বাস, মশিউর পিল্টুসহ ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগের বিরুদ্ধে কশবামাজাইলের সুবর্ণকোলা গ্রামের শিক্ষক আসাদুল খান হত্যা মামলা রয়েছে।
কালের কন্ঠ