চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দর দিয়ে রপ্তানি বন্ধ করে ৪০০ ট্রাক পিঁয়াজ ফিরিয়ে নিয়েছে ভারত। এসব পিঁয়াজ টেন্ডারের মাধ্যমে আনা হয়েছিলো। বাংলাদেশে রপ্তানি করার জন্য পিঁয়াজের ট্রাকগুলো ভারতের মহদীপুর বন্দরে আনা হয়েছিলো। চার শতাধিক ট্রাকের মধ্যে মাত্র ৮ ট্রাক পিঁয়াজ তারা সোনামসজিদ বন্দরে পাঠায়। এরপরই রপ্তানি বন্ধ করে দেয়। ওই ৮ ট্রাক পিঁয়াজের তিন ভাগের একভাগই পচা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আ. আওয়াল জানান, বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা পিঁয়াজ ভারত ফিরিয়ে নিচ্ছে। এতে করে এ বন্দর দিয়ে আর বাংলাদেশে পিঁয়াজ প্রবেশের সম্ভাবনা নেই। কালের কন্ঠ