ভারতীয় সেনাকে হত্যা করে রাইফেল নিয়ে গেল স্বাধীনতাকামী যোদ্ধারা

5
2291
ভারতীয় সেনাকে হত্যা করে রাইফেল নিয়ে গেল স্বাধীনতাকামী যোদ্ধারা

কাশ্মীরে ভারতীয় আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) উপরে হামলা করে বাদোলে নামের এক মালাউনকে হত্যা করেছে স্বাধীনতাকামী যোদ্ধারা।

এসময় ভারতীয় ওই আধা সেনার একটি স্বয়ংক্রিয় রাইফেল কেড়ে নিয়ে গেছে তারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মধ্য কাশ্মীরের বাডগাম জেলার কেইসারমুল্লা অঞ্চলে স্বাধীনতকামী যোদ্ধারা আচমকা ভারতীয় সিআরপিএফ দলের উপরে গুলিবর্ষণ করলে ওই কর্মকর্তা নিহত হন।

হামলাকারী যোদ্ধারা অবশ্য ঘটনাস্থল থেকে নিরাপদে পালিয়ে যেতে সমর্থ হয়েছেন। ভারতের নাগপুরের বাসিন্দা ওই আধা সেনা ১১৭ নম্বর ব্যাটেলিয়ানে সহকারী উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

ভারতীয় সিআরপিএফের মুখপাত্র পঙ্কজ সিং বলেন, ওই জওয়ানের রাইফেলটি পাওয়া যায়নি।

এরআগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পুলওয়ামায় স্বাধীনতাকামী যোদ্ধারা ভারতীয় সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে গুলি চালিয়ে পালিয়ে যায়।

5 মন্তব্যসমূহ

  1. ভাই কাশ্মী‌রে হামলা না ক‌রে ভার‌তের অভ‌্যন্ত‌রে যে‌ কোন একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত কর‌তে হ‌বে । যেন ওরা আর কোন দিন কাশ্মী‌রের দি‌কে চোখ তু‌লে তাকা‌তে না পা‌রে। এবং কা‌ফের‌দের ম‌নেবল বেং‌গে দি‌তে হ‌বে।

Leave a Reply to akhuusama প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরো ৩৮০টি আটককেন্দ্রের সন্ধান, উইঘুরদের বাধ্য করা হচ্ছে ধর্ম ত্যাগে
পরবর্তী নিবন্ধচীনে মাত্র ৩ বছরে ভাঙা হয়েছে হাজার হাজার মসজিদ