আফগানিস্তানের লাঘমান প্রদেশের আলিঙ্গার জেলার একটি স্বাস্থ্য কেন্দ্র জাতিগত কিছু সমস্যার কারণে দীর্ঘ দু’বছর ধরে বন্ধ ছিল।
এরপর গত ২৭ সেপ্টেম্বর ইমারতে ইসলামিয়ার জনস্বাস্থ্য বিভাগ ও তালেবান উমারাদের উপস্থিতিতে স্বাস্থ্য কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু করা হয়েছে। ইমারতে ইসলামিয়ার এমন উদ্ধোগে সন্তুষ্ট উপজাতীয় মানুষরা। স্বাস্থ্য কেন্দ্রটি চালু করায় মুজাহিদদের জন্য দো’আও করেন সাধারণ মানুষ।