পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছে যে, আন্তঃ আফগান সংলাপের ফলস্বরূপ আফগান যুদ্ধের সমাপ্তি ঘটতে চলছে, কিন্তু এসময় হঠাৎ এত দ্রুততার সাথে আফগানিস্তান থেকে দখলদার বিদেশী সেনা প্রত্যাহার করা বুদ্ধিমানের কাজ হবেনা। সূত্র: ট্রাবেল নিউজ উর্দু
সে তার বক্তব্যে সবচাইতে জোর দিয়ে বলছিল, আন্তঃ আফগান সংলাপ কঠিন রূপ নিবে, আর এই মুহুর্তে আফগানিস্তান থেকে দখলদার বিদেশি সেনাদের প্রত্যাহার করা বুদ্ধিমানের কাজ হবেনা। অর্থাৎ ইমারান খান চাচ্ছে না যে আফগানিস্তান থেকে দখলদার সৈন্যরা চলে যাক।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তালেবানের হাতে মার খাওয়ার পর, গত ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
গত কয়েক মাসে দেশটি থেকে বিপুল সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় এক তৃতীয়াংশের বেশি সেনা প্রত্যাহার করা হয়েছে।
তালেবানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্য সব বিদেশি সেনা সরিয়ে নেয়া হবে।
কুফফার দের পাচাটা কুকুর ইমরান।
ভাইয়েরা আমার ঐ মালাউনটা কে নজিবুল্লাহ জাদরানের কথা স্মরণ করিয়ে দিতে হবে যথা সম্ভব তার পিছনের কুকুরদের কথা ভূলে গেছে । কারণ সে ঐ সময় সে মাঠে ছিল শিশুদের সাথে খেলা করতে।
আল্লাহুমা! খুজহু আকজা আজীজিম মুক্তাদির।