সৌদি আরবের সুপরিচিত শাইখ নায়েফ আল সাহাফিকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বার্তা সংস্থা ডকুমেন্টিং অপ্রেশন এগিনেস্ট মুসলিম (DOAM) জানিয়েছে,সৌদি অপরাধমূলক আদালত গোপনে এই রায় প্রদান করেন। এ রায় সম্পর্কে আদালত কিছুই জানায়নি।
২০১৭ সালের ২১ সেপ্টেম্বর কোন কারণ ছাড়াই গ্রেফতার করা হয় শাইখ নায়েফ আল সাহাফিকে।
আরবে তিনি একজন বিখ্যাত দ্বায়ী হিসেবে পরিচিত ছিলেন। বিশেষত আরবের যুবকদের মাঝে ইসলাম প্রচারে একজন জনপ্রিয় দ্বায়ীতে পরিণত হয়েছিলেন তিনি। প্রায়ই তিনি ইসলামি সভা-সেমিনারে ইসলাম প্রচার করতেন। এ সব সভা-সেমিনারে যুবকরা বেশি অনুপ্রাণিত হতো।