হারাকাতুশ শাবাব মুজাহিদদের প্রতিষ্ঠিত একটি ইসলামি আদালত যিনাকারীদের (ধর্ষণকারী) উপর হদের বিধান (ব্যভিচারের শাস্তি) কার্যকর করেছে। গত ১৭ অক্টোবর সোমালিয়ার জালাজদুদ রাজ্যের কাজী এই রায় ঘোষণা করেন।
‘শাহাদাহ্ নিউজ’ তাদের এক রিপোর্টে উল্লেখ করেছে যে, কয়েকজন অবিবাহিত যুবক কিছুদিন পূর্বে একজন মহিলাকে ধর্ষণ করেছিল, এই জগণ্যতম ঘটনায় জড়িত থাকা ধর্ষকদের বিরুদ্ধে ইসলামি আদালতের কাজীর (বিচারক) কাছে মামলা দায়ের করে ঐ মহিলার পরিবার। পরে ধর্ষকদের বিরুদ্ধে সকল স্বাক্ষ্য প্রমাণিত হলে কাজী সাহেব ধর্ষকদের উপর শরিয়াহ্’র আলোকে চাবুক মারার নির্দেশ দেন। এবং সবাইকে মহরে মিসেল আদায় করার সাথে সাথে অপরাধ সংঘটিত হওয়া অঞ্চল থেকে তাদেরকে বের করে দেওয়া হয়।
কাজীর এই সিদ্ধান্তের পর হারাকাতুশ শাবাব মুজাহিদিন জনসম্মুখে ধর্ষকদের উপর চাবুক মারেন এবং মহরে মিসেল আদায়ের পর উক্ত অঞ্চল থেকে তাদেরকে বিতাড়িত করেন।
Alhamdulillah
আলহামদুলিল্লাহ।💖💖💖