পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাসের ধাক্কায় পিষ্ট হয়ে ২ জন ফিলিস্তিনি শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় ও গণমাধ্যম সূত্র জানায়, গত বুধবার ভোররাতে ডজনখানেক শ্রমিক বেথেলহাম এলাকায় একটি চেকপোস্টের গ্রিন লাইন বা নিরাপদ রাস্তা মধ্য দিয়ে চাকরির উদ্দেশ্যে রওনা হয়। ঐসময় ইসরায়েলি একটি বাস গ্রিন লাইন অংশে এসে তাদের ধাক্কা দেয়।
এ ঘটনায় জাফর ও জিয়াদ নামের ২ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।
সূত্র : কুদুস নিউজ নেটওয়ার্ক।