উইঘুর |৬৬ বছর বয়স্ক নারীকে কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রেরণ

2
684
উইঘুর |৬৬ বছর বয়স্ক নারীকে  কনসেন্ট্রেশন কেম্পে প্রেরণ!

৬৬ বছর বয়সী বৃদ্ধ উইঘুর নারী বেইশিহান হুশুরকে ২০১৮ সালে গ্রেফতার করেছিলো কমিউনিস্ট চীনা সরকার। গ্রেফতারের পর থেকে তাঁর সাতে দেখা-সাক্ষাত করতে পারেনি তাঁর পরিবার।

বার্তা সংস্থা ডকুমেন্টিং অপারেশন এগিনেস্ট মুসলিম জানায়, জানাযায় অংশগ্রহণের অভিযোগে আটক করা হয়েছিলো তাঁকে।

বয়সের ভারে ন্যুব্জ ৬৬ বছর বয়স্ক একজন নারী। যিনি তাঁর স্বজনের জানাযায় অংশ নিয়েছিল। তাঁকেও রেহাই দেয়নি সন্ত্রাসী চীনা কর্তৃপক্ষ। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কি তা অজানা। বর্তমানে তিনি জীবিত নাকি মৃত তাও জানে না তার পরিবার।

তাঁর পুত্র মেমেত্তোহুতি আতাউল্লাহ জানায় তারা তার মায়ের কোন খোঁজ-খবর জানেন না। মায়ের সাতে সাক্ষাতের কোন সুযোগ নেই তাদের। তিনি আক্ষেপ করে সংবাদ মাধ্যমে প্রশ্ন রাখেন, ‘চীন – আমার মা কোথায়? তিনি কি বেঁচে আছেন?’

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপূর্ব আফ্রিকা | শাবাব মুজাহিদদের হামলায় ১১ ক্রুসেডার ও মুরতাদ সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনে নিহত হয়েছে ২ লক্ষ ৩৩ হাজার মানুষ