৬৬ বছর বয়সী বৃদ্ধ উইঘুর নারী বেইশিহান হুশুরকে ২০১৮ সালে গ্রেফতার করেছিলো কমিউনিস্ট চীনা সরকার। গ্রেফতারের পর থেকে তাঁর সাতে দেখা-সাক্ষাত করতে পারেনি তাঁর পরিবার।
বার্তা সংস্থা ডকুমেন্টিং অপারেশন এগিনেস্ট মুসলিম জানায়, জানাযায় অংশগ্রহণের অভিযোগে আটক করা হয়েছিলো তাঁকে।
বয়সের ভারে ন্যুব্জ ৬৬ বছর বয়স্ক একজন নারী। যিনি তাঁর স্বজনের জানাযায় অংশ নিয়েছিল। তাঁকেও রেহাই দেয়নি সন্ত্রাসী চীনা কর্তৃপক্ষ। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কি তা অজানা। বর্তমানে তিনি জীবিত নাকি মৃত তাও জানে না তার পরিবার।
তাঁর পুত্র মেমেত্তোহুতি আতাউল্লাহ জানায় তারা তার মায়ের কোন খোঁজ-খবর জানেন না। মায়ের সাতে সাক্ষাতের কোন সুযোগ নেই তাদের। তিনি আক্ষেপ করে সংবাদ মাধ্যমে প্রশ্ন রাখেন, ‘চীন – আমার মা কোথায়? তিনি কি বেঁচে আছেন?’
ইসলামি রাষ্ট্র একটি ইট হতে চাই।
ইসলামি রাষ্ট্রের একটি ইট হতে চাই।