ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনে ২ লক্ষ ৩৩ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। গত ছয় বছরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গত ১ ডিসেম্বর জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)-এর পক্ষ এক প্রতিবেদনে গণমাধ্যমেকে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে শুরু হওয়া যুদ্ধের প্রত্যক্ষ ও যুদ্ধের ফলে সৃষ্ট হওয়া ক্ষুধা ও চিকিৎসা ক্ষেত্রে মানবিক বিপর্যয়ের কারণে এ বিশাল সংখ্যক মানুষ নিহত হয়।
যুদ্ধবিধ্বস্ত দেশটির পরিস্থিতি নিয়ে ওসিএইচএ-এর পক্ষ থেকে বলা হয়: ‘এই বিশাল সংখ্যক হতাহতের ঘটনা দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য।’
প্রতিবেদনে ইয়েমেন যুদ্ধে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে বলা হয়। যদিও, ২০১৯ সালেই অন্যান্য সংস্থা দাবি করেছিল নিহতের সংখ্যা ৫৭ হাজারেরও বেশি। বিশেষজ্ঞদের দাবি, প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি।
হাজার হাজার মানুষ নিহত ও চলমান সৌদি আগ্রাসনে লক্ষ লক্ষ লোক অনাহারের ঝুঁকির মধ্যে রয়েছে। যাকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সৃষ্ট সংকট হিসেবে উল্লেখ করে এখনই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটি।