দখলকৃত পশ্চিম তীরে ১৩ বছর বয়সী কিশোর আলী আইমান নাসর আবু আলিয়া নামে এক কিশোরকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েল।
গত ৪ ডিসেম্বর পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এ ঘটনা ঘটে। এ সময় আলী আইমান নিজ শহরে দখলদার ইহুদি সন্ত্রাসীদের অবৈধভাবে বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছিল।
ফিলিস্তিনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গুলিবিদ্ধ আলীকে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করাতে হাসপাতালে নেয়া হয়। কিন্তু ছোট্ট কিশোর দেহটিতে অস্ত্রোপচারে কোন কাজ হয়নি। পরে হাসপাতালেই সে মৃত্যুবরণ করে।
আন্তর্জাতিকভাবে শিশু হত্যা জঘন্যতম অন্যায় হিসেবে দেখা হলেও ফিলিস্তিনের বেলায় কোন পরওয়া করছেনা সন্ত্রাসী ইসরায়েল।
উল্লেখ যে, ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত ২,১১৯ জন শিশুকে হত্যা করে দখলদার ইসরায়েল।
সূত্র : ওয়াফা নিউজ।
রক্ত দিয়ে যা নেয়া হচ্ছে
তার প্রতিশোধ রক্ত দিয়েই নিব।ইনশা আল্লাহ।