শুকরের মাংস খেতে বাধ্য করা হচ্ছে মুসলিমদের। প্রতি শুক্রবার জুমার দিন উইঘুর বন্দী শিবির কনসেন্ট্রেশন ক্যাম্পে এ ঘটনা ঘটছে। যারা শুকরের মাংস ভক্ষণ করতে অস্বীকার করছে, তাদের উপর কঠিন শাস্তি বাস্তবায়ন করছে চীনা নাস্তিক্যবাদী সরকার।
বার্তা সংস্থা ডকুমেন্টিং অপ্রেশন এগিনেস্ট মুসলিম জানায়, উইঘুর বন্দী শিবির থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এমনই একজন বন্দী মহিলা সাইরাগুল সাউথবে। তাঁর সাক্ষাৎকার থেকেই এ সব শাস্তির বিষয়ে জানা গিয়েছে।
সাইরাগুল জানায়, ইসলামে শুকরের মাংস খাওয়া সম্পূর্ণ হারাম। চীন সরকার এমন একটি স্পর্শকাতর বিষয়কেই মুসলিমদের জন্য বাধ্যতামূলক করেছে। যা মুসলিমদের দুর্বিষহ বন্দী জীবনকে আরও কঠিন করে তুলেছে।
তিনি বলেন, শুকরের মাংস খেতে বাধ্য করার মধ্য দিয়ে চীনা নাস্তিক্যবাদী সরকার ইসলাম বিরোধী মনোভাব ব্যক্ত করেছে।
এভাবেই চীনা নাস্তিক্যবাদী সরকার মুসলিমদেরকে ইসলামবিরোধী কাজ করতে বাধ্য করছে। যা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। এ বিষয়ে বরাবরই নিরব ভূমিকা পালন করছে কথিত মানবাধিকার সংস্থা গুলো।
উইঘুর মুজাহিদ ভাইদের একটা ওয়েব সাইট এর লিংক ঃ https://muhsinlar.net/2017/06/16/mujahidlar-hayati1/
এখান থেকে উইঘুর মুজাহিদ ভাইদের নিউস ও আমাদের সাথে শেয়ার করবেন । আর পারলে কাশ্মীরের মুজাহিদ ভাইদের ওয়েব সাইট এক লিং টা একটু দিন ।