ভারতের কর্ণাটকে গরু জবাই বন্ধে প্রস্তাব পাস

0
1206
ভারতের কর্ণাটকে গরু জবাই বন্ধে প্রস্তাব পাস

ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভায় হট্টগোলোর মধ্য দিয়ে বিতর্কিত গরু জবাইবিরোধী প্রস্তাব পাস হয়েছে। গবাদিপশু জবাইরোধ ২০২০-এ, রাজ্যে গরু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধের আহ্বান জানানো হয়।

বুধবার বিধানসভায় প্রস্তাবটি পাস হয়। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে কর্ণাটকের আইন এবং সংসদবিষয়ক মন্ত্রী জেসি মধুস্বামী বলেছে, হ্যাঁ প্রস্তাবটি বিধানসভায় পাস হয়েছে।

গরু-বাছুরের পাশাপাশি ১২ বছরের কম বয়সী মহিষ-মহিষের বাছুর রক্ষার বিষয় প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত গঠনের প্রস্তাব করা হয়েছে।

গবাদিপশু সুরক্ষায় গোয়ালঘর কীভাবে তৈরি করতে হবে তাও বলা হয়েছে। বিষয়গুলো তদারকির জন্য পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। গবাদিপশু রক্ষায় যারা কাজ করবে তাদের সুরক্ষার বিষয়ে প্রস্তাবে বলা হয়েছে।

শঙ্কা প্রকাশ করা হচ্ছে, প্রস্তাব পাস হলে, সংখ্যালঘু মেরুকরণ বাড়বে। আইনের অপপ্রয়োগের শিকার হবে সংখ্যালঘু মুসলিমরা।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউইঘুর | শুকরের মাংস খেতে বাধ্য করা হচ্ছে মুসলিমদের
পরবর্তী নিবন্ধনেতানিয়াহুকে মিশর সফরের আমন্ত্রণ সিসির