নেতানিয়াহুকে মিশর সফরের আমন্ত্রণ সিসির

0
843
নেতানিয়াহুকে মিশর সফরের আমন্ত্রণ সিসির

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মিশর সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে সেদেশের স্বৈরশাসক প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসি। ইসরায়েলি পত্রিকা ‘ইসরায়েল হিউম’ এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি লিখেছে, গত এক দশকের মধ্যে এই প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী মিশরের কাছ থেকে প্রকাশ্য আমন্ত্রণ পেলো। আগামী কয়েক দিনের মধ্যেই এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেতানিয়াহুর সঙ্গে আস-সিসি আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন জানানো হয়েছে। অবশ্য এর আগেও সন্ত্রাসী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছে খুনি আস-সিসি।

ইসরায়েলি সূত্রগুলো আরও বলছে, মিশরের প্রেসিডেন্ট আস-সিসি ত্রিপক্ষীয় একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে যেখানে নেতানিয়াহুর পাশাপাশি ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও উপস্থিত থাকবে।

দখলদার ইসরায়েলের সঙ্গে মিশরের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এরইমধ্যে ইসরায়েলের সঙ্গে যেকোনো আপোষ আলোচনায় ফিরে যাওয়ার পরিকল্পনার বিরোধিতা করেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের কর্ণাটকে গরু জবাই বন্ধে প্রস্তাব পাস
পরবর্তী নিবন্ধমুসলিম শিশুদের ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে বিল পাস করলো ফ্রান্স