৩০ বছরে ৯৫ হাজার কাশ্মিরীকে শহীদ করেছে ভারতীয় বাহিনী

0
1067
৩০ বছরে ৯৫ হাজার কাশ্মিরীকে শহীদ করেছে ভারতীয় বাহিনী

দখলকৃত কাশ্মিরে নিপীড়িত কাশ্মীরী মুসলিমদের অধিকার লঙ্ঘন সাত দশক ধরে চলছে।

প্রতি বছরের মতো আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি পালিত হলো গতকাল ১০ ডিসেম্বর।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কাশ্মীর মিডিয়া সার্ভিসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ বছরে ভারতীয় বাহিনী ৯৫,০০০ এর বেশি নিরস্ত্র কাশ্মীরিদের হত্যা করেছে।

৭ হাজারেরও বেশি কাশ্মীরিকে ভারতীয় বাহিনী বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে। হাজার হাজার কাশ্মীরি  বিক্ষোভকারীদের উপর গুলি, ছররা বুলেট ও টিয়ার গ্যাসের গোলাবর্ষণ করে আহত করেছে। দখলদার ভারতীয় বাহিনী কাশ্মীরিদের ধর্মীয় স্বাধীনতার অধিকার হরণ করেছে।

গত বছরের আগস্টের পর থেকে কাশ্মীরিদের মসজিদে জুমার নামাজ পড়তে দেওয়া হয়নি। মোহররম ও মিলাদুন্নবীর শোভাযাত্রাও নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবেদনে দখলকৃত কাশ্মীরে ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধে ভারতকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র: ডেইলি জং

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিম শিশুদের ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে বিল পাস করলো ফ্রান্স
পরবর্তী নিবন্ধকরাচিতে ন্যাটো জোটের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে রাশিয়া