আল-কায়েদা পূর্ব আফ্রিকা শাখা হারাকাতুশ শাবাব মুজাহিদিনের প্রতিষ্ঠিত ইসলামি ইমারতের ‘প্রাণিসম্পদ এবং উশর-যাকাত কমিশন’ বছরের বিভিন্ন সময় দরিদ্রদের মাঝে নানাধরণের পণ্যসামগ্রী বিতরণ ও গবাদি পশুর যাকাত বণ্টন করে থাকেন।
এবছরও হারাকাতুশ শাবাব মুজাহিদিন তাদের প্রতিষ্ঠিত ইসলামি ইমারতে গবাদি পশু যাকাত বণ্টন প্রক্রিয়া অব্যাহত রেখেছেন, এখন পর্যন্ত চলিত বছর ৩ দফায় গবাদি পশুর যাকাত বণ্টন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন মুজাহিদগণ।
সম্প্রতি দক্ষিণ সোমালিয়ার জিযু ও যুবা রাজ্যের ৭টি অঞ্চলে দরিদ্রদের মাঝে যাকাতের পশু বণ্টনের ছবি প্রকাশ করেছে হারাকাতুশ শাবাব।
ইসলামী ইমারতের প্রশাসনের অধীনে সমস্ত অঞ্চল থেকে আগত যাকাত গ্রহণকারীরা মুজাহিদিন কর্তৃক নির্ধারিত বিতরণ কেন্দ্রে তাদের পাপ্য যাকাতের পশু গ্রহণের জন্য মিলিত হন।
প্রতি বছর হারাকাতুশ শাবাব মুজাহিদিন প্রাণিসম্পদের যাকাত বণ্টনের জন্য উপযুক্ত পরিবারদের একটি তালিকা তৈরি করেন, পরে তাদের হক অনুযায়ী দরিদ্র পরিবার সমূহে শত শত উট, গরু এবং ভেড়া জাতীয় যাকাতের পশু বণ্টন করা হয়।
সম্প্রতি জিযু ও যুবা রাজ্যে হারাকাতুশ শাবাব মুজাহিদিন কর্তৃক যাকাত বণ্টন প্রক্রিয়ার কিছু ফটো ক্যামেরায় ধারাণ করেছে ‘শাহাদাহ্ নিউজ এজেন্সী’। ফটোগুলিতে কয়েক হাজার উট, গরু, ভেড়া এবং বিশেষ পোশাক পরিহিত যাকাত বণ্টন কর্মী এবং যারা যাকাত অধিকারীদের দেখানো হয়।
আমরাও বাংলাদেশে ইসলামী শরিয়াহভিত্তিক শাসন দেখতে চাই ইনশাআল্লাহ্।