ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের দাওয়াতুল ইরশাদ কমিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের মেহনতের ফলে নতুন করে কাবুল সরকারের ৪৬ সেনা সদস্য তালেবানে যোগ দিয়েছে।
আল-ইমারাহ কর্তৃক গত ২৬ ডিসেম্বর প্রকাশিত এক রিপোর্ট বলা হয়েছে, শুধু আফগানিস্তানের কান্দাহার প্রদেশের উরগান্ডাব ও পাঞ্জাওয়ীব জেলা দু’টি থেকেই ৩২ কাবুল সরকারি সেনা ও পুলিশ সদস্য তাদের সামরিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এবং তারা সকলেই তালেবান মুজাহিদদের সাথে এসে মিলিত হয়েছেন।
এমনিভাবে নানগারহারের খোগিয়ান থেকে ৫, জাওজানের ফয়জাবাদ থেকে ৩ এবং খোস্ত প্রদেশের মূসা-খাইল জেলা থেকে আরো ৩ সেনা সদস্য তালেবান মুজাহিদদের সাথে যোগ দিয়েছে। এছাড়াও আফগানিস্তানের বিভিন্ন স্থান থেকে আরো ডজনখানেক সৈন্য তালেবানে যোগ দিয়েছে।
Alhamdulillah