সহকর্মীর পুত্রকে বলাৎকার চেষ্টার সময় ৭১টিভির সিনিয়র সাংবাদিক হাতেনাতে ধরা

0
1059
সহকর্মীর পুত্রকে বলাৎকার চেষ্টার সময় ৭১টিভির সিনিয়র সাংবাদিক হাতেনাতে ধরা
সহকর্মীর শিশু পুত্রকে বলাৎকার চেষ্টা ও নিপীড়নের সময় ধরা পড়েছে ইসলাম বিদ্বেষী প্রচাম মাধ্যম একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক হােসাইন সােহেল।

জানা গেছে, একাত্তর টিভির এক প্রডিউসারের বাসায় মদের পার্টিতে মাতাল ছিল সাংবাদিক সােহেল ও তার অন্য বন্ধুরা। ভাের চারটার দিকে ওই প্রডিউসারের ইংলিশ মিডিয়ামে পড়ুয়া আট বছরের ছেলেকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করে সােহেল।

এসময় শিশুটির বাবা এসে হাতেনাতে ধরে ফেলে সাংবাদিক সােহেলকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়ে একাত্তর টিভির ওই প্রডিউসার,  সে নিজেও মাতাল ছিল। পরের দিন অফিসে এসে অভিযােগ দেয়।

এরপর সােহেল একাত্তর টিভিতে গেলে সেখানে কর্মরত কয়েকজন নারী সাংবাদিক সােহেলকে পেটায়। চলতে থাকে চড়-থাপ্পড়, লাথি-ঘুষি।  অভিযোগ আছে, সােহেল শুধু মদ নয় বরং আরো নানা ধরনের মাদকদ্রব্য সেবন করে থাকে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক নারী ঘটিত অভিযােগ ছিল একাত্তর টিভিতে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন