ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত উরুজগান প্রদেশের তিরিনকোট, দেরাদুন ও কেন্দ্রীয় উরুজগান জেলার দরিদ্র ও অভাবী পরিবারগুলিতে বিভিন্ন ধরণের সহায়তা দিয়ে যাচ্ছেন তালেবান মুজাহিদিন।
যার ধারাবাহিতায় ইমারতে ইসলামিয়ার ‘ইনস্টিটিউশনাল কমিশন’ চলিত মাসে উপরুক্ত জেলাগুলোতে অনেক অভাবী ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছেন। এসব সহায়তার মধ্যে রয়েছে কম্বল, ময়দা, ডাল, চাল, বিস্কুট, তেল এবং অন্যান্য খাদ্য সামগ্রী। এছাড়াও বিভিন্ন স্থানে জলের ট্যাঙ্ক এবং বিশাল বিশাল জলাধারও নির্মাণ করেন তালেবান মুজাহিদিন।
এসব অঞ্চলের মানুষ তালেবানের এধরণের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এ ক্ষেত্রে আরও সহায়তা ও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। তালেবান কর্তৃক এই সাহায্যটি এমন সময়ে করা হচ্ছে যখন শীতের আবহাওয়ার কারণে এসব অঞ্চলের লোকজন খাদ্য ও শীতের উষ্ণ পোশাকের অভাবের মুখোমুখি হচ্ছেন।