খোরাসান | ফের কাবুল সরকারের ৭১ সেনা সদস্যের তালেবানে যোগদান

0
834
খোরাসান | ফের কাবুল সরকারের ৭১ সেনা সদস্যের তালেবানে যোগদান

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের দাওয়াহ্ বিভাগের মেহনতে আফগানিস্তানের ৬টি অঞ্চল থেকে ৭১ কাবুল সৈন্য তালেবান মুজাহিদদের সাথে যোগ দিয়েছে। যারা ইমারতে ইসলামিয়া ও মুজাহিদদের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার অঙ্গিকার করেছে।

বিস্তারিত রিপোর্ট অনুযায়ী, কান্দাহার প্রদেশের কেন্দ্রীয় শহর, পাঞ্জাওয়ী ও উর্গান্দাব জেলা থেকে কাবুল সরকারের ৩০ সেনা সদস্য তাদের সামরিক পদ থেকে পদত্যাগ করেছে এবং তাওবার মাধ্যমে তালেবান মুজাহিদদের সাথে এসে মিলিত হয়েছে।

এমনিভাবে হেরাত প্রদেশের আউবী জেলা থেকে ১২ সৈন্য এবং বাগলান প্রদেশের নাহরাইন জেলা থেকে আরো ১৫ সৈন্য নিজেদের সামরিক পদ থেকে পদত্যাগ করেছে, এবং মুজাহিদদের কাতারে শামিল হয়েছে।

এদিকে হেলমান্দ প্রদেশের কেন্দ্রীয় শহর লাশকারগাহ ও নাদআলী জেলা থেকেও ১০ সেনা সদস্য তালেবান মুজাহিদদের সাথে এসে মিলিত হয়েছে।

একইভাবে ঘৌর প্রদেশের চারসাদ জেলা থেকে তালেবানে যোগ দিয়েছে আরো ৪ কাবুল সৈন্য।

খোরাসান | ফের কাবুল সরকারের ৭১ সেনা সদস্যের তালেবানে যোগদান

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | কাবুল বাহিনীর উপর তালেবানের হামলা, হতাহত ৩৩
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট | তালেবান কর্তৃক অভাবী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ