ভারতে পুলিশের উপস্থিতিতেই মালাউনদের ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে মসজিদের মিনার ভাঙ্গচুর

1
890
ভারতে নামাজের সময় মসজিদের সামনে উগ্র হিন্দুদের উস্কানিমূলক স্লোগান-মিনার ভাঙ্গার চেষ্টা

 ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন সন্ত্রাসী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত মধ্যপ্রদেশের  ইন্দোর জেলার একটি মুসলিম অধ্যুষিত গ্রামে নামাজের সময় মসজিদের সামনে উস্কানিমূলক স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় মসজিদের উপরে উঠে ‘জয় শ্রী রাম’ বলে স্লোগান দিয়ে পুলিশের উপস্থিতিতেই মসজিদের একটি মিনার ভাঙ্গার চেষ্টা করছে উগ্র হিন্দুরা।

উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের তহবিল সংগ্রহের জন্য ডানপন্থী হিন্দু সংগঠনের আয়োজিত র‌্যালি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল বলে জানা গেছে।

মঙ্গলবার ইন্দোর জেলার একটি মুসলিম অধ্যুষিত গ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়। র‌্যালিতে অংশগ্রহণকারী হিন্দু সংগঠনের সদস্যরা একটি মসজিদের সামনে থেমে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। মসজিদে তখন মুসল্লিরা নামাজ পড়ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গেরুয়া পতাকাবাহী একটি হিন্দু সন্ত্রাসী দল মসজিদের উপরে উঠে ‘জয় শ্রী রাম’ বলে স্লোগান দিচ্ছে এবং পুলিশের উপস্থিতিতেই মসজিদের একটি মিনার ভাঙ্গার চেষ্টা করছে।

মাত্র তিন দিন আগে উজাইনের মুসলিম অধ্যুষিত বেগমবাগ এলাকায় একই ধরণের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই অঞ্চলে বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম) আয়োজিত একটি র‌্যালি থেকে পাথর নিক্ষেপ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

উজাইন জেলায় প্রথম সংঘর্ষের ঘটনাটি ঘটে ২৫ ডিসেম্বর। সেখানে বিজেওয়াইএম সদস্যরা প্রস্তাবিত অযোধ্যা রাম মন্দিরের জন্য তহবিল সংগ্রহ করতে একটি মোটরসাইকেল র‌্যালি বের করে।

বেগমবাগের এক বাসিন্দা অভিযোগ করেন, বিজেওয়াইএম কর্মীরা দিনের বেলায় একাধিকবার একটি এলাকার পাশ দিয়ে মিছিল করে যাওয়ার সময় কিছু স্থানীয়কে গালি দেয়।

‘তারা গালিগালাজ করে স্থানীয়দের উস্কে দিচ্ছিল। দিনে কয়েক হাজার বাইকচালক একাধিকবার ওই এলাকা পার হয় এবং প্রতিবারই তারা স্থানীয় ও পথচারীদের বাজে মন্তব্য করতে থাকে,’ উজাইনের মুসলিম নেতা খালিকুর রেহমান বলেন।

‘ক্রমাগত উস্কানির ফলে ক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয় জনগণ। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাথর ছোঁড়াছুড়ি হয়। এই ঘটনায় অনেক বাসিন্দাদের গাড়ি-বাড়ি ও হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়।’

এছাড়া, মঙ্গলবার চন্দনপুর থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে মন্দাসৌর জেলার দোরানা গ্রামে একটি গোষ্ঠী স্থানীয় একটি মসজিদের মিনার ভাঙচুরের চেষ্টা করেছে বলে জানা গেছে।

১৯৯২ সালে শহীদ করা ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের জন্য ভারতের বিভিন্ন রাজ্যে বেশ কয়েকটি ডানপন্থী হিন্দু সংগঠন তহবিল সংগ্রহ শুরু করেছে।

ভারতীয় সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জায়গায় একটি হিন্দু মন্দির নির্মাণের জন্য সরকার-পরিচালিত একটি ট্রাস্টকে দায়িত্ব দেয়।

দায়মুক্তির সংস্কৃতি
বছরজুড়ে ভারতে কট্টোর হিন্দু সংগঠনের সদস্যরা সংখ্যালঘুদের বিভিন্ন ধর্মীয় স্থান ভাঙচুর করেছে।

ফেব্রুয়ারিতে ভারতের রাজধানী নয়াদিল্লির কয়েকটি অংশে পগরম ছড়িয়ে পড়লে হিন্দুত্ববাদীরা বেশ কয়েকটি মসজিদ ভাঙচুর করে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপুরবানান্দ বলেছে, ‘এখন ভারতে দায়মুক্তির একটি সংস্কৃতি চালু হয়েছে।’ সে আরো বলেছে, ‘বিজেপি শাসিত সবক’টি রাজ্যেই আমরা একই রকম ঘটনার বৃদ্ধি দেখতে পাব।’

‘জনগণকে খোলা লাইসেন্স দেয়া হচ্ছে … তারা জানে যে তাদের কিছু হবে না। ‘ – আলজাজিরা

ভিডিওতে দেখুন মসজিদে উগ্র সন্ত্রাসী দল বিজেপি গুণ্ডাদের আক্রমণ : 

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ পথে অবাধে আসছে রোগাক্রান্ত ভারতীয় গরু
পরবর্তী নিবন্ধভয়াবহ হচ্ছে কিশোর গ্যাং কালচার