‘শহীদ আবরার ফাহাদের নামে নির্মিত হচ্ছে জামে মসজিদ ও মাদরাসা’

0
611
‘শহীদ আবরার ফাহাদের নামে নির্মিত হচ্ছে জামে মসজিদ ও মাদরাসা’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ছাত্রলীগ কর্তৃক নির্মম হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের নামে কুষ্টিয়ায় তাদের নিজ গ্রামে নির্মিত হচ্ছে একটি মসজিদ। আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ তার ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন।  প্রতিষ্ঠানটির নাম ‘শহীদ আবরার ফাহাদ জামে মসজিদ ও মাদরাসা’।

আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ বলেছেন – ‘ভাইয়ার নামে আমাদের গ্রামে কুষ্টিয়ার কুমারখালির অন্তর্গত রায়ডাঙ্গাতে একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ২০১৯ সাল থেকে নিয়মিত নামাজ পড়ার পাশাপাশি বাচ্চাদের জন্য কুরআন শিক্ষা দেয়া হচ্ছে। পরিকল্পনা রয়েছে মসজিদ ও মাদ্রাসাটি পাকা করা এবং সম্প্রসারণ করার।’

তিনি মসজিদের কাজ সম্প্রসারণ করতে সকলের সহযোগিতা চেয়ে বলেছেন, ‘সেক্ষেত্রে হয়তো সকলের এই কাজে অংশগ্রহণ করে সহযোগিতার ব্যবস্থা করা হবে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সকল ব্যবস্থা সহজ করে দেন। মসজিদটিকে কবুল করে নেন। আর আমার ভাইয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে শহীদ হিসেবে কবুল করেন।’

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করে বাংলাদেশ ছাত্রলীগের কিছু কর্মী। সেই হত্যাকাণ্ডের পর বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। উত্তপ্ত হয়ে উঠে সারাদেশ। জাতীয় থেকে আন্তর্জাতিক গণমাধমে উঠে আসে এ হত্যাকাণ্ড নিয়ে প্রচুর বিশ্লেষণ ও সংবাদ। দেশব্যপী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটে নিষিদ্ধ করা হয় ছাত্র রাজনীতিও।

তবে এখনো খুনি ছাত্রলীগ সন্ত্রাসীদের তেমন কোনো বিচার হয়নি।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচালের বাজার অস্বাভাবিক, তেলের দাম ‘লাগামহীন’
পরবর্তী নিবন্ধনরওয়ে ফাইজারের ভ্যাকসিন নিয়ে ২৩ নাগরিকের মৃত্যু