ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘণ্টা পর স্বাস্থ্যকর্মীর মৃত্যু

0
451
ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘণ্টা পর স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ভারতে করোনা ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘণ্টা পর এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। নিহত মহিপাল সিং (৪৬) দেশটির উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলার বাসিন্দা। গতকাল রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে আজ সোমবার এক খবরে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

মোরাদাবাদের প্রধান মেডিকেল কর্মকর্তা বলেন, ‘তাকে শনিবার দুপুরে ভ্যাকসিন দেওয়া হয়। রোববার দুপুরে তিনি বুকে চাপ বোধ করেন এবং শ্বাসকষ্ট অনুভব করেন। তার মৃত্যুর কারণ আমরা অনুসন্ধান করছি। পোস্টমর্টেম হয়েছে। রিপোর্ট অনুযায়ী, তার মৃত্যু ভ্যাকসিনের কারণে হয়েছে বলে মনে হয়নি। তিনি শনিবার ডিউটি করেছেন, কোনো সমস্যাও ছিল না।’

মহিপাল সিংয়ের ছেলে বিশাল বলেন,‘ বাবা হয়তো আগে থেকেই খারাপ বোধ করছিলেন কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর থেকে তার অবস্থা বেশ খারাপ হয়ে যায়। বাবা দেড়টার দিকে ভ্যাকসিন সেন্টার থেকে বের হন। আমি তাকে বাসায় নিয়ে আসি। তার শ্বাসকষ্ট হচ্ছিলো এবং অনেক কাশছিলেন। তার কাশি ছিল, কিন্তু বাসায় ফেরার পর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ’

উল্লেখ্য, ভারতব্যাপী করোনা ভ্যাকসিন দেওয়া শুরুর প্রাক্কালে দিল্লির ছয়টি সরকারি হাসপাতালের ৭০ শতাংশের বেশি স্বাস্থ্যকর্মী ভারতীয় কোম্পানি ভারত বায়োটেক উদ্ভাবিত ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছেন। আর ভ্যাকসিন প্রয়োগের পর অন্তত ৫৬ জন স্বাস্থ্যকর্মী পার্শ্বপ্রতিক্রয়ার অভিযোগ তুলেছেন। আমাদের সময়

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএক যুবলীগকে কোপালো আরেক যুবলীগ
পরবর্তী নিবন্ধসশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ