আফগানিস্তানে মুজাহিদগণের হামলায় হতাহত ৪৪, গ্রেফতার ৫

1
843
আফগানিস্তানে কুন্দুস এবং বাগলান প্রদেশে মুজাহিদগণের হামলায় হতাহত ৪৪, গ্রেফতার ৫

আফগানিস্তানে ইসলামি ইমারতের মুজাহিদগণ আল ফাতাহ অপারেশন অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় কুন্দুস এবং বাগলান প্রদেশে মুরতাদ বাহিনীর বিভিন্ন সামরিক পোস্ট এবং ঘাঁটি সমূহে হামলা চালিয়েছেন।

তালেবানদের আল ইমারাহ সাইটের খবরে জানা যায়, সোম ও মঙ্গলবারের দিবাগত রাত্রে মুজাহিদীনরা কুন্দুস প্রদেশের দাস্তে আর্চি জেলার সংলগ্ন এলাকাযর দুটি ফাঁড়িতে তীব্র আক্রমণ চালিয়েছেন। মহান আল্লাহ তায়ালার নুসরতে বরকতময় হামলায় সেই ফাঁড়িটি দখল করে নেন।আর সেখানে অবস্থানরত মুরতাদ বাহিনীর কমান্ডার আহমদ শাহসহ ২১ নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন । এছাড়াও ৩টি সামরিক ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।

এদিকে, মুজাহিদিন গুল তপ্পা জেলার বাঘ শিরকত সামরিক ঘাঁটির প্রতিরক্ষামূলক চৌকিতে অনুরূপ আক্রমণ চালিয়ে তা দখল করে নিয়েছেন।সেখানে অবস্থানরত ১৮ জন কর্মীকে হত্যা করেছেন।একটি ট্যাঙ্ক ও ধ্বংস করা হয়েছে।

সূত্রের খবরে জানা গেছে,  ঐ সমস্ত চেকপোস্ট থেকে মুজাহিদিনরা বিপুল পরিমাণে হালকা ও ভারী অস্ত্র গনিমত লাভ করেছেন।

অন্যদিকে, মুজাহিদীনরা বাঘলান প্রদেশের পুল-এ-খুমরি জেলার বাবা নাজার অঞ্চলে একটি সামরিক ঘাঁটি আক্রমণ করেন এবং দখল করেন। সেখানে অবস্থানরত ৪ মুরতাদ কর্মীকে হত্যা ও ৫ জনকে গ্রেপ্তার করেন। আর অন্যরা পালিয়ে যায়।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুরআনী অনুশাসন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: আল্লামা বাবুনগরী
পরবর্তী নিবন্ধআল-ফিরদাউস সাপ্তাহিকী || সংখ্যা : ৪৭|| জানুয়ারি ৩য় সপ্তাহ, ২০২১ ঈসায়ী